বিজিবির তিন অভিযানে মাদকদ্রব্য জব্দ, আটক হয়নি কেউ !

রাজশাহী লীড

চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি’র পৃথক ৩টি অভিযানে ৫৪৩ বোতল ফেনসিডিল, ৬০ লিটার চোরাইমদ, ৬১৮ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ৮৩ কেজি বিড়ির পাতা, ৩২ কেজি বিড়ির তামাকসহ অনান্য মাদক সামগ্রী জব্দ করা হয়েছে।

বুধবার (৭সেপ্টেম্বর) পরিচালিত এসব অভিযানে কেউ আটক হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্নেল আমীর হোসেন মোল্লা জানান,বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কামালরপুর সীমান্তের শিয়ালমারা গ্রামে অভিযানে ৬০ লিটার চোলাইমদ, ১টি জারিকেন, ৩টি এলুমিনিয়াম পাতিল ও ২ কেজি চিনি জব্দ হয়।

এর আগে ভোর ৪টার দিকে চৌকা সীমান্তের পারচৌকা নামক স্থানে অভিযানে ৬১৮ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি,৮৩ কেজি বিড়ির পাতা ও ৩২ কেজি বিড়ির তামাক জব্দ হয়।

এর আগে ভোররাত সাড়ে ৩টার দিকে সোনামসজিদ সীমান্তের শ্মশাণঘাট নামক স্থানে অভিযানে ৫৪৩ বোতল ফেনসিডিল জব্দ হয়।

নিজস্ব তথ্যের ভিত্তিতে চালানো এসব অভিযানের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *