রাজশাহীতে পুলিশ ও এসিল্যান্ডের আগমনে আসন ছেড়ে পালালো বর !

রাজশাহী লীড

স্বদেশ বাণী ডেস্ক : আরএমপি কর্ণহার থানা পুলিশ অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাল্যবিয়ে করতে আসা বর পালিয়ে যায়। এ ঘটনায় ভ্রামমান আদালতের মাধ্যমে দুই পক্ষকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার কর্ণহার থানা তেতুলিয়া উত্তর পাড়ার গ্রামের নজরুল ইসলাম ওরফে নবু কানার ছেলে জামিরুল ইসলাম (২৩) সাথে কর্ণহার বাতাস মোল্লা গ্রামের মাহবুবুর রহমান ওরফে কসাই মাহবুব মেয়ে নাবালিকা (১২) বাল্যবিবাহের অনুষ্ঠান চলছিলো।

এমন গোপন সংবাদের ভিত্তিতে কর্ণহার থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেনের নিদের্শক্রমে এসআই শাহিনুর রহমান ও এসআই আব্দুল মমিন সঙ্গীয় ফোর্সসহ মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে বর পক্ষ ও মেয়ে পক্ষের লোকজনকে আটক করে।

কর্ণহার থানার ওসি ইসমাইল হোসেন জানান, কর্ণহার থানা এলাকায় বাল্যবিয়ে চলছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয়। সেই সাথে দুই পক্ষকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পালিয়ে যায়।

তিনি আরো জানান, পরে পবা উপজেলার এসি ল্যান্ড অভিজিৎ সরকার কে খবর দিলে সে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উভয় পক্ষের জবানবন্দি শুনে বরপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করে ।

উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেয় এই মর্মে যে, ১৮ বছরের আগে মেয়েকে আর বিয়ে দিবে না। বরপক্ষ ১০,০০০ টাকা জরিমানা দিয়ে দেয় এবং নাবালিকা মেয়েকে বাবা-মায়ের জিম্মায় প্রদান করে।

স্ব.বা/ম

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *