গোদাগাড়ীতে ১৫ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান

রাজশাহী

স্বদেশ বাণী ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে শিশুদের জন্য শিশুরা শিরেনামে রিশিকুল ইউনিয়ন পরিষদে শিশু ফোরাম ও ইমপেক্ট + শিশুদের উদ্দ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির সহযোগিতায় শিশু কল্যাণ তহবিল থেকে ১৫ জন শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ করেছে।

মঙ্গলবার বিকাল ৩ টায় রিশিকুল ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির ম্যানেজার লাবলু খানের সভাপতিত্বে সামগ্রী বিতরণ সভায় প্রধান ছিলেন রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু। বিশেষ অতিথি ছিলেন শুরসুনিপাড়া ধর্মপল্লীর ফাদার, লিটন কস্তা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা প্রমূখ।

১৫ জন শিশুকে ৫টি খাতা, ৫টি কলম ও ৫টি কলম এবং ০১জন শিশুকে পড়ার জন্য ১ টি চেয়ার দেয়া হয়। বক্তারা বলেন, এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে লেখাপড়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও শিশু নিরাপত্তার খাতের অন্যান্য সুযোগ সুবিধাগুলো আরো বেশি দেয়া হবে।

উল্লেখ্য যে শিশুরা নিজেদের উদ্দ্যোগেই অর্থনৈতিকভাবে অস্বচ্ছল শিশুদের সহায়তার জন্য শিশু কল্যাণ তহবিল তৈরি করেন। উদ্দ্যেশ্য হলো কোন শিশুর লেখাপড়া যেন বন্ধ হয়ে না যায়। পাশাপাশি বাল্যবিবাহ, শারীরিক ও মানসিক নির্যাতন প্রতিরোধের মাধ্যমে শিশুদের জীবন যেন সুন্দরভাবে গড়ে উঠে।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *