মাদক সেবীদের চিকিৎসাপত্রে শনাক্ত, আটক ৮

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে মাদক সেবন অবস্থায় ৮ জনকে আটক করে র‌্যাব। সেবীদের চিকিৎসাপত্রে শনাক্ত হয় তারা মাদকসেবী । এরপর মামলা দায়ের হয় তাদের বিরুদ্ধে ।

রোববার (২৫ সেপ্টেম্বর) র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয় নিশ্চিত করা হয়।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল এদিন বেলা ১২ ও ১টায় জেলার পৌরসভাধীন কল্যানপুর ১নং ওয়ার্ডের জনি অটো রাইচ মিলের মেইন গেটের দক্ষিন পাশে আমগাছের নিচে ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌরসভাধীন ডাঃ,আ,আ, ম মেজবাউল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামের মেইন গেইটের বাম দিকে ফাঁকা জায়গায় মাদক সেবনরত অবস্থায় এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন  বালিয়া ডাঙ্গা বাগানপাড়ার এনামুল হকের ছেলে মিনহাজ আলী (২৪), বালিয়া ডাঙ্গার গহিল পাড়ার আরিফুল ইসলামের ছেলে রুবেল রানা ওরফে নাসিরুল(২৮), মাঝিপাড়ার মৃত ইমান উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪৫), বিলটোলা এলাকার মৃত রেজাউল করিমের ছেলে মাসুদ রেজা ওরফে রনি (৩০), লক্ষীপুর মাস্টার পাড়ার মৃত মোস্তাক হোসেনের ছেলে আরিফুর রহমান (৪৮) পাঠান পাড়া এলাকার পুতুল খানের ছেলে মামুন আলী (৩০), শিবতলা এলাকারা মৃত হাফেজ আব্দুর রাজ্জাকের ছেলে কেতাব আলী (৪২) , হরিনগর এলাকার নজরুল ইসলামের ছেলে বিপ্লব (৩৭) ।

আটককৃতরা জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে ।

এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *