শান্তি ও সৌহার্দ বজায় রাখতে বাঘায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

অন্যান্য রাজশাহী

বাঘা প্রতিনিধি : জনসচেতনমূলক কার্যক্রমের মাধ্যমে বিদ্যমান আন্তধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসঙ্গত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনাই ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে রাজশাহীর বাঘায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে উপজেলা শহীদ মিনার চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা,সন্ত্রাসবাদকে প্রতিহত, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ,মসজিদ মন্দির গির্জা প্যাগোডাসহ সকল উপাসনালয়ে নিরাপত্তাবিধানে কার্যকর সহায়তার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু বলেন, শান্তি ও সৌহার্দের বানী সমূহ প্রচারের মাধ্যমে ধর্মীয় উৎসব যথাযথভাবে গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপনের পরিবেশকে অক্ষুন্ন রাখতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলীর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বাবুল, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বাবুল, ওসি সাজ্জাদ হোসেন, বাঘা পৌসভার মেয়র আবদুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ, অধ্যক্ষ নছিম উদ্দীন, অধ্যক্ষ আবদুর রব,ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল সাহা, উপজেলা মসজিদের ইমাম সুলতান আহম্মেদ ।

উপস্থিত ছিলেন মসজিদের ইমাম, স্কাউট এর প্রতিনিধি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা, কলেজ ছাত্র সহ কমিটির সদস্যবৃন্দ।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *