বাঘায় মসজিদের ভেতরে কুপিয়ে জখমের মামলায় গ্রেপ্তার ১

রাজশাহী

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগে দায়েরকৃত মামলায় মনিরুল ইসলাম জমজম ( ৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহসপতিবার (০৬-১০-২০২২) মাগরিব নামাজের সময় উপজেলার উত্তর কলিগ্রাম এলাকার মসজিদের ভেতরে প্রয়াত মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে আবু ফজল মোঃ সিদ্দিক (৩৭)কে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে মনিরুল ইসলাম জমজম। ঘটনার পর আহতের ভাই অধ্যক্ষ আবু সাঈদ বাদি হয়ে মনিরুল ইসলাম জমজমের বিরুদ্ধে মামলা করেন। ওইদিন রাতেই মনিরুল ইসলাম জমজমকে গ্রেপ্তার করে পুলিশ। মনিরুল ইসলাম জমজম কলিগ্রামের আয়েজ উদ্দীনের ছেলে। একই গ্রামের বাসিন্দা আবু ফজল মোঃ সিদ্দিক অগ্রনী ব্যাংক বাজুবাঘা শাখায় কর্মরত।

মসজিদের ইমাম আব্দুল খালেক জানান ,মাগরিবের ফরজ নামাজের দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার সময় ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করা হয়। অধ্যক্ষ আবু সাঈদ জানান, তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে নেওয়া হলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত আবু ফজল মোঃ সিদ্দিক বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যক্ষ আবু সাঈদ জানান,মনিরুল ইসলাম জমজমের বিরুদ্ধে তার পিতাকে হত্যার অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলার সাক্ষী ছিল তার ছোট ভাই আবু ফজল মোঃ সিদ্দিক। সেই জেরে এমন ঘটনা ঘটিয়েছে মনিরুল ইসলাম জমজম।

বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন জানান,শুক্রবার সকালে তাকে আদালতের জেল হাজতে পাঠানো হয়েছে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *