ইরানের তৈরি ৮টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইউক্রেনের একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট রাশিয়ার ছোড়া আটটি ইরানের তৈরি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। শুক্রবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি করেন। খবর সিএনএনের।

তিনি বলেন, দক্ষিণ ও কেন্দ্রীয় এয়ার কমান্ডের ইউনিট দুটি ‘কালিব্র ক্রুজ’ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, এ সপ্তাহে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে দোনবাসের বাখমুত এবং সোলেদারে। এ সংঘাতে রুশ বাহিনীকে হটিয়ে দোনবাসের পূর্বাঞ্চলের কাছাকাছি পৌঁছেছে ইউক্রেনে বাহিনী।

জেলেনস্কি বলেন, আমরা আমাদের অবস্থান ধরে রেখেছি। দোনেৎস্ক অঞ্চল এবং অন্যান্য কিছু এলাকায় রুশ সেনাবাহিনী ইতোমধ্যে তাদের অনেক গোলাবারুদ হারিয়ে এখন সঙ্কটের মুখোমুখি রয়েছে।

গত কয়েকদিন ধরে কামিকাজে ড্রোন ব্যবহার করে ইউক্রেনের জ্বালানি স্থাপনার ওপর হামলা চালাচ্ছে রাশিয়া। এসব হামলার কারণে রাজধানী কিয়েভসহ বড় শহরগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সাধারণ মানুষদের প্রতি আহŸান জানিয়েছেন তারা যেন জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *