তানোরে কালেরকন্ঠ’র শুভ সংঘের পরিচিতি সভা, শিক্ষা উপকরণ প্রদান

রাজশাহী
তানোর প্রতিনিধি: জাতীয় দৈনিক কালের কন্ঠ পত্রিকার শুভ সংঘ রাজশাহীর তানোর উপজেলা শাখার কমিটির পরিচিতি সভা ও শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (খাতা-কলম) বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত পরিচিতি সভায় শুভ সংঘ তানোর উপজেলা কমিটির সভাপতি ও তানোর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুনসেফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন শুভ সংঘ তানোর উপজেলা কমিটির উপদেষ্টা ও তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
শুভ সংঘ তানোর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, শুভ সংঘ তানোর উপজেলা কমিটির উপদেষ্টা ও তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, শুভ সংঘ তানোর উপজেলা কমিটির উপদেষ্টা কালের কন্ঠ তানোর প্রতিনিধি টিপু সুলতান, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, শুভ সংঘ তানোর উপজেলা কমিটির সহসভাপতি ও কৃষ্ণপুর মহিলা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, শুভ সংঘ তানোর উপজেলা কমিটির সহসভাপতি ও তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দীন, শুভ সংঘ তানোর উপজেলা কমিটির সহসভাপতি তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, তানোর কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবু হেনা প্রমূখ। উক্ত অনুষ্ঠানে শুভ সংঘের কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দিয়ে বক্তব্য রাখেন, কালেরকন্ঠ পত্রিকার তানোর প্রতিনিধি ও শুভ সংঘের উপদেষ্টা টিপু সুলতান।
এসময় শুভ সংঘের সকল সদস্যসহ এলাকার সুধীজন, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার গরীব অসহায় শতাধিক শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ (খাতা-কলম) তুলে দেয়া হয়।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *