তানোরে যথাযথ মর্যাদায় মহান মাতৃভাষা দিবস উদযাপন 

রাজশাহী
তানোর প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহী তানোরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য  অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে । রাত ১২টা এক মিনিটে তানোর উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও ভাইস চেয়ারম্যান আবু বক্কর সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্হানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাঈনুল ইসলাম সপন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিব সরকার এবং সমাজ সেবক আ”লীগ নেতা আবুল বাশার সুজন সহ স্হানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
একি সাথে বাংলাদেশ আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন,বিভিন্ন রাজনৈতিক দল,তানোর থানা, তানোর মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শহীদ মিনারে পুস্পমাল্য  অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পস্তবক শেষে শহীদদের শ্বরণে এক মিনিট নিরবতা পালন করে দেশ জাতী ও একুশের শহীদদের উদ্দেশে বিশেষ মোনাজাত করা হয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকায় সুষ্ঠু ও সুন্দর ভাবে একুশের প্রথম প্রহরের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *