রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ২৭ জন আটক

রাজশাহী

প্রেস বিজ্ঞপ্তি: গত ২৪ ঘন্টায় (২৮-০৩-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০২ জন, বাগমারা থানা ০৫ জন, চারঘাট মডেল থানা ০৬ জন ও বাঘা ০৯ জনকে আটক করে। যার মধ্যে ০৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ০৯ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

তানোর থানা পুলিশ ১নং শ্রীমতি বিমলা(৫৫) ও ২নং শ্রীমতি বাসতি রানী(৩৫) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ শফিকুল ইসলাম @ কালু(৩৩) কে ১২লিটার চোলাইমদ ও ২নং মোঃ সোহেল রানা(৩৪) কে ১৫বোতল ফেন্সিডিলসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ আবুল হোসেন @ আব্দুল(৪৫) কে ১৫পিচ ইায়াবাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ আসাদুল ইসলাম(৩৭) কে ৭০বোতল ফেন্সিডিল, ২নং মোঃ হাসেম রানা(৪২)কে ১০০বোতল ফেন্সিডিল, ৩নং মোঃ মুন্না(২৫) ও ৪নং মোঃ রিংকু আলী(২৮)কে ২০কেজি গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মোঃ খোসবর আলী(৪৫) কে ০১কেজি গাঁজাসহ আটক করে।

আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *