মোঃ রওশন আলম,নওগাঁ: নওগাঁর মান্দায় মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মান্দা উপজেলার দলীয় নেতাকর্মীরা দুঃস্থ অসহায় ও এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরন করেন।
আজ বুধবার বেলা ১-৩০মিনিটে উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ চত্বরে মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপুর উদ্যোগে এতিমখানার শিশু সহ স্থানীয় অসহায় লোকজনের মাঝে এই খাবার বিতরন করা হয়।
এ উপলক্ষে স্থানীয় ওয়ার্ড বিএনপি সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় ব্ক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অধ্যাপক এমদাদুল হক,যুবদলের অন্যতম নেতা আল্ মামুন,ছাত্রদলের নওগাঁ জেলা শাখার সহসভাপতি আব্দুল হালিম দুলাল প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল,সদস্য নূর বকস মন্ডল,আব্দুল কাদের,ডাঃ রইস উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম,তালহা জোবায়ের, শামিম হোসাইন, উপজেলা যুবদলের সদস্য আনারুল ইসলাম,ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে শহীদ জিয়া’র আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং তৎপর খাবার বিতরন করা হয়।