ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনের গেজেট স্থগিত

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: সদ্যসমাপ্ত ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনের গেজেট স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। তদন্তাধীন থাকায় গেজেট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। আজ মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসিসচিব বলেন, লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ফলাফলের গেজেট স্থগিত রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। তবে ঠিক কী কারণে গেজেট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

গত রোববার লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালীন কোনো এক সময় চন্দ্রগঞ্জ থানার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারেন এক যুবক। এ-সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, ভোটকক্ষের ভেতরে প্রকাশ্যে একটি বইয়ের একাধিক ব্যালটে সিল মারছেন আজাদ হোসেন নামে ছাত্রলীগের সাবেক এক নেতা।

৫৭ সেকেন্ডে ৪৩ ব্যালটে সিল ছাত্রলীগ নেতার: তদন্ত করবে ইসি৫৭ সেকেন্ডে ৪৩ ব্যালটে সিল ছাত্রলীগ নেতার: তদন্ত করবে ইসি রাতে ভোট গণনা শেষে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু। পরে আজাদ হোসেন বিজয়ী গোলাম ফারুক পিংকুকে বাগবাড়ির বাসায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *