তানোরে ও নাচোলে পাগলা হাতির আক্রমণে ২জন নিহত

বিশেষ সংবাদ রাজশাহী লীড
তানোর প্রতিনিধি:  রাজশাহীর তানোরে ও চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাগলা হাতির আক্রমণে ২জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলের দিকে তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া মোড়ে ও নাচোল উপজেলার আমনুরা লক্ষীপুর মোড়ে ২টি পাগলা হাতির আক্রমণে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন,তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমার পাড়া গ্রামের রামপদ (৪০) ও নাচোল উপজেলার আমনুরা লক্ষীপুর গ্রামের বুলবুল ইসলামের পুত্র মোবাশির ইসলাম(১৩)। হাতির আক্রমণে নিহতের ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গম্ভীর হয়ে পড়েছে তানোর ও নাচোল উপজেলা।
জানা গেছে,তানোর মুন্ডুমালা হয়ে আমনুরার উদ্দেশ্য একটি হাতি নিয়ে মাহুত রাস্তায় গাড়ি থামিয়ে টাকা তুলতে তুলতে যাচ্ছিলেন। এসময় রাস্তার পাশে হাতি দেখতে অনেক মানুষ হাতির পিছনে পিছনে যাচ্ছিলেন। এতে করে হাতি অনেক মানুষ দেখে ক্ষীপ্ত হয়ে উঠে পাগলামী করতে লাগে। ধীরে ধীরে আরো ভয়ংকর হয়ে উঠে হাতিটি। শুরু করেন ভয়ংকর আওয়াজ। তার পরেও হাতি দেখতে পিছু ছাড়েন না মানুষ। এতে করে হাতি দেখতে দেখতে জুমার পাড়া গ্রামের রামপদ হাতির কাছে চলে যান। এসময় হাতি রেগে গিয়ে বিকট শব্দে আওয়াজ করে দু’পা তুলে রামপদ’র বুকে পা তুলে দেন পাগলা হাতিটি। এতে করেই ঘটনাস্থলেই মারা যান রামপদ।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, এবিষয়ে এখনো কোন সীদ্ধান্ত নেয়া হয়নি,উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে কথা বলে জানানো হবে বলে জানান।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *