নওগাঁয় আচরন বিধি লঙ্ঘনের পর আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন নৌকার প্রার্থী শহীদুজ্জামান

রাজশাহী
মোঃ রওশন আলম, নওগাঁ: নওগাঁ-২ আসনে আচরন বিধি লঙ্ঘনের পর নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন সংসদ সদস্য মোঃ শহীদুজ্জামান সরকার।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ আদালতের সিনিয়র সহকারী জজ আদালতে (পত্নীতলা) স্বশরীরে উপস্থিত হয়ে বিচারকের কাছে লিখিত জবাবে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।
গত মঙ্গলবার (০৫ ডিসেম্বর) আচরন বিধি লঙ্ঘনের দায়ে নওগাঁ-২ (পত্নীতলা- ধামইরহাট) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য মোঃ শহীদুজ্জামান সরকার ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট তোফাজ্জল হোসেনকে শোকজ করেছিলো নির্বাচনী অনুসন্ধান কমিটি। তাঁদের দুজনকেই আজ রবিবার (১০ ডিসেম্বর) আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে  লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিলো।
আদালতে লিখিত ব্যাখ্যা দেওয়ার পর তাঁদের দুজনকে আগামীতে আচর বিধি মেনে চলার শর্তে সতর্ক করে দিয়ে অব্যাহতি দেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিরাজগঞ্জের সিনিয়র সহকারী জজ মোঃ আহসান হাবীব।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *