মানছেন না ইসির নির্দেশ, আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী মাঠে নায়িকা মাহির শোডাউন  

রাজশাহী
সারোয়ার হোসেন,তানোর: প্রতীক বরাদ্দের আগেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটের মাঠে রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহির মোটরসাইকেল শোডাউন। এতে করে মাহিয়া মাহি প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী মাঠে নেমে আচরণ বিধি লঙ্ঘন করায় তাকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটির রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সাঈদ।
অন্যদিকে শোকজ করার পরেও মাহিয়া মাহি ইসির নির্দেশ অমান্য করে শুক্রবার বিকেলে উপজেলার কামারগাঁ ইউনিয়নে মোটরসাইকেল নিয়ে শোডাউন করে ভোট করেছেন। ফলে ইসির নির্দেশ অমান্য করে মাহিয়া মাহির মোটরসাইকেল শোডাউন নিয়ে উঠেছে সমালোচনার ঝড় ও বইছে কঠোর শাস্তির দাবি।
জানা গেছে, (১৪ ডিসেম্বর) গোদাগাড়ী উপজেলার চর আষারিয়াদহ ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন করে ভোট চাওয়ায় শুক্রবার(১৫ ডিসেম্বর) চিঠি দিয়ে মাহিয়া মাহিকে শোকজ করে শোকজের জবাব দিতে বলা হয়েছে। তার পরেও মাহিয়া মাহি ইসির নির্দেশ অমান্য করে শুক্রবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের বিভিন্ন জায়গায় ব্যাপক জনসমাগম করে নির্বাচনী প্রচারণা করেন এবং ভোটারদের কাছে তার জন্য ভোট চান। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা,২০০৮ এর বিধি ৬(ঘ) ও বিধি ১২ লঙ্ঘণ করেছেন যা নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হবে।
এ অবস্থায় একের পর এক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে মাহিয়া মাহির বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না মর্মে আগামী ১৭ ডিসেম্বর রোজ রবিবার সকাল ১১ঘটিকার সময় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য  নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।
এবিষয়ে মাহিয়া মাহির ফোনে একাধিক ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *