‘মোর আতে কালি লাগাইয়া কয় ভোট অইয়া গেছে’

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: সকাল থেকে বরিশাল নগরী ও সদর উপজেলার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের তেমন কোনো উপস্থিতি নেই। কেন্দ্রের আশপাশে শুধু নৌকার কর্মীদের আনাগোণা। তবে দুপুর গড়াতেই নৌকার লোকেদের বিরুদ্ধে সিল মারার ভোটারদের সিল মেরে দেয়ার অভিযোগ ওঠে।

এই কেন্দ্রের ষাটোর্ধ মমতাজ বেগম নামে এক ভোটার জানান, ‘ভোট দেতে গেছেলাম, মোর আতে কালি লাগাইয়া কয় ভোট অইয়া গেছে, সিল নৌকার লোকেরাই মারছে, মুই কিন্তু মনমতো ভোট দিতে পারলাম না’।

মমতাজের মতো এমন আক্ষেপ শোনা গেলো আরো কয়েকজন ভোটারের মুখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় জাগুয়া ইউনিয়নের চন্ডিপুর মোহাম্মদ আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের হাতে কালি লাগিয়ে তাদের বের করে একতরফা ব্যালটে সিল মারছেন নৌকার লোকেরা।

সহকারী প্রিজাইডিং অফিসারদের অসহায় অবস্থায় বসে থাকতে দেখা গেছে বলেও জানান তারা।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: রেজাউল করিম খান জানালেন, এই কেন্দ্রে ভোটার ২ হাজার ৪০০। দুপুর ১২টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে মাত্র ২৯৫টি।

জানা যায়, এই কেন্দ্রে অনিয়মের খবর পেয়ে টহল পুলিশের সদস্যরা কেন্দ্রে এলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তারা চলে যাওয়ার পর আবার অনিয়মের ধারায় ফিরে আসে এই কেন্দ্রের ভোট।
সূত্র: নয়া দিগন্ত

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *