মদ বিক্রির অনুমতি দিচ্ছে সৌদি আরব

বিশেষ সংবাদ লীড

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব প্রথমবারের মতো মাদক বিক্রির অনুমতি দিচ্ছে। বুধবার সংশ্লিষ্ট দুই কর্মকর্তা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, মাদকদ্রব্যের নিয়ন্ত্রণে সিদ্ধহস্ত দেশটি তাদের মাদক আইনে সংশোধনী আনছে। নতুন সংশোধনী অনুযায়ী অমুসলিম কূটনীতিকদের কাছে মাদক বিক্রির অনুমতি থাকবে।

একটি সূত্র জানিয়েছে, এর আগে অমুসলিম কূটনীতিকদের কাছে তা সিলমোহরকৃত বিশেষ থলের মাধ্যমে আমদানি করা হতো।

প্রতিবেদনে বলা হয়, ১৯৫২ সালে প্রথম এই আইন করে দেশটি। তখন সৌদির বাদশাহ আব্দুল আজিজের এক ছেলে মাদক সেবনে মাতাল হয়ে যায়। পরে ওই অবস্থায় ক্রোধে এক ব্রিটিশ কূটনীতিককে গুলি করে হত্যা করে।

‘ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০’ সংস্কার এজেন্ডার অংশ হিসেবে আইনের এই সংশোধনী আনা হয়।

বৃধবার সৌদি সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কূটনৈতিক মিশরের মাধ্যমে অবৈধ বাণিজ্য প্রতিরোধের জন্য কর্তৃপক্ষ একটি নতুন নিয়ন্ত্রক কাঠামো প্রবর্তন করছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, নতুন প্রক্রিয়াটি দেশে প্রবেশ করার সময় নির্দিষ্ট পরিমাণ অ্যালকোহলসামগ্রী বরাদ্দ করার ওপর দৃষ্টি নিবদ্ধ করবে। যেন পূর্বের অনিয়ন্ত্রিত প্রক্রিয়াটির অবসান ঘটে।

এই আইনের মাধ্যমে অমুসলিম দূতাবাসের সকল কূটনীতিকদের নির্দিষ্ট কোটায় এই পণ্যগুলোতে অনুমতি রয়েছে, তা নিশ্চিত করা এবং নিশ্চিত করা অব্যাহত থাকবে।’

বিবৃতিতে ইঙ্গিত দেয়া হয়েছে, সৌদি আরবের ৩২ মিলিয়ন লোকের বিশাল সংখ্যাগরিষ্ঠের জন্য অবিলম্বে খুব বেশি পরিবর্তন হবে না। যাদের বিদেশ ভ্রমণ করতে ইচ্ছুক না হলে আত্মস্থ করার কয়েকটি উপায় রয়েছে।
সূত্র : দ্য নিউজ

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *