সোনালী ব্যাংক পিএলসি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মধ্যে চু্ক্তি

রাজশাহী

প্রেস বিজ্ঞপ্তি: সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর সেবা গ্রহীতা বিভিন্ন স্কুল-কলেজের বেতন, ফি ও চার্জ আদায় এবং ওয়েব বেইজড স্পট ক্যাশ বৈদেশিক রেমিট্যান্স রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখার মাধ্যমে প্রদানের লক্ষে দুই ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

০১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বৃহস্পতিবার সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ আফজাল করিম এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ম্যানেজিং ডিরেক্টর জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব সুভাষ চন্দ্র দাস এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মীর মোফাজ্জল হোসেন, জনাব কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, জনাব পারসুমা আলম, জেনারেল ম্যানেজার জনাব মোঃ নুরূন নবী, জনাব কাজী মোঃ মফিজুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ ইসমাইল, জনাব মোঃ আতিকুর রহমান, জনাব মোঃ জহিরুল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোঃ আবুল কালাম, জনাব মোঃ মুখলেসুর রহমান ও এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব মোঃ আতিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে ঘরে বসে সোনালী ই-সেবা অ্যাপের মাধ্যমে দেশ ও বিদেশ হতে দিন-রাত ২৪ ঘণ্টা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর সেবাগ্রহীতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন।

এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ৩৮৩টি শাখার মাধ্যমে সোনালী ব্যাংক পিএলসির গ্রাহকগণ বৈদেশিক রেমিট্যান্স গ্রহণ করতে পারবেন।

 

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *