তানোরে সরকারি জলাশয় বন্ধ করে ব্রীজের মুখ ঘিরে দোকানঘর নির্মাণ

রাজশাহী

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে সরকারি জলাশয় বন্ধ করে ব্রীজের মুখ ঘিরে জোরপূর্বক দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে করে প্রশাসনের অনুমতি ছাড়াই জোরপূর্বক দোকানঘর নির্মাণ করায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। জানা গেছে, তানোর পৌর সদর কুঠিপাড়া গ্রামের আলম আলী প্রশাসনের অনুমতি ছাড়াই জোরপূর্বক এ দোকানঘর নির্মাণ করছেন। অন্যদিকে ব্রীজের মুখ ঘিরে জলাশয় বন্ধ করে এ দোকানঘর নির্মাণ করায় এলাকার ৫ থেকে ৬টি গ্রামের পানি নিষ্কাসন চরম হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ,দ্রুত এই দোকান ঘর বন্ধ করা না হলে আগামী বর্ষার পানি নিষ্কাসনের জন্য কোন জায়গা থাকবেনা। ফলে পানি বন্দী হয়ে পড়বে কয়েক গ্রামের হাজারো মানুষ। তাই দোকানঘর টি বন্ধ করা একান্ত প্রয়োজন।

তানোর হঠাটপাড়া গ্রামের বিপ্লব, গোল্লাপাড়া গ্রামের এমদাদুল হক বলেন, প্রায় শতবছর ধরে এই ব্রীজের মুখ দিয়ে ৫/৬ টি গ্রামের পানি নিষ্কাসন করা হয়। কিন্তু যেভাবে দলীয় প্রভাব বিস্তার করে জলাশয় বন্ধ করে দোকান ঘর করা হচ্ছে, তাতে কঠিন বিপদের মধ্যে পড়তে হবে কয়েক গ্রামের হাজারো মানুষকে। দোকান ঘর বন্ধে গ্রামবাসী একাধিক বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে অভিযোগ দিলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। যার জন্য এরা দলীয় লোক হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা কেউ। দোকান ঘর নির্মাণের বিষয়ে আলমের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

এবিষয়ে তানোর সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আবিদা সিফাত বলেন, জলাশয় বন্ধ করে সরকারি জায়গার উপরে দোকান ঘর নির্মাণের কোন সুযোগ নেই, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *