ময়মনসিংহ সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

জাতীয় লীড

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে সিটি করপোরেশন নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে চলছে ভোটগ্রহণ।

শনিবার (০৯ মার্চ) সকাল ৮টায় নগরীর ৩৩ ওয়ার্ডের ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০ বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। এজন্য ব্যবহৃত হচ্ছে দেড় হাজার ইভিএম মেশিন।
ভোটারদের নিরাপত্তায় সকল ভোটকেন্দ্র সহ শহরের বিভিন্ন পয়েন্টে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি সাত প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ এবং আনসার সদস্য, ১৭ টিম র‌্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) এবং ১১ জন বিচারিক হাকিম (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) দায়িত্ব পালন করবেন।
ময়মনসিংহ সিটিতে ভোটার তিন লাখ ৩৬ হাজার ৪৯০। এর মধ্যে এক লাখ ৬৩ হাজার ৮৭১ জন পুরুষ এবং এক লাখ ৭২ হাজার ৬১০ জন নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে নয়জন।
উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে শহরের সার্কিট হাউজ মাঠ থেকে ইভিএম বিতরণ শুরু হয়। পর্যায়ক্রমে ১৩৪ জন প্রিজাইডিং কর্মকর্তার কাছে আইনশৃঙ্খলা বাহিনীসহ এই ইভিএম বুঝিয়ে দেওয়া হয়।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *