বাগমারার ১৫টি দোকান ঘর আগুনে পুড়ে ছাই

রাজশাহী

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া বাজারে ১৫টি দোকান ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। বুধবার ভোর আনুমানিক ৪.৩০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।ফায়ার সার্ভিস এর তিনটি ইউনিটের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক কোটি টাকা।

ভুক্তভোগীদের মধ্যে বেশি ক্ষতি আবু তালেব( মুদি দোকান) এর প্রায় ত্রিশ লক্ষ্য, সিরাজ(কফি হাউজ) প্রায় দশ লক্ষ্য,হারান (ফার্মেসি) ৩৫ লক্ষ্য টাকার মাল আগুনে পুড়ে গেছে।এছাড়া একটি মটর সাইকেল সহ আরো ১২ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

মুদি ব্যবসায়ী আবু তালেব, হারান, সিরাজ বলেন, এই ব্যবসা ছাড়া আর কোন কিছু নাই আমি একেবারেই পথে বসে গেছি । আমরা মাননীয় এমপি মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি।

বণিক সমিতির সভাপতি মোকসেদ হোসেন ও সদস্য বৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী গন ক্ষতিগ্রস্ত সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন। যথাযথভাবে কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি যাতে করে ভুক্তভোগী ব্যবসায়ীগণ সরকারিভাবে ক্ষতিপূরণ পায়।

এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি, সাধারণ মানুষের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন এর সূত্রপাত হতে পারে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি বলে জানিয়েছেন, বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *