বাগাতিপাড়ায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক ২১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

লীড শিক্ষা

বাগাতিপাড়া প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা জিমনেসিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়াজ প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে এসব বৃত্তির অর্থ তুলে দেন। ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বাগাতিপাড়া উপজেলার ২০১৮-১৯ সনের ২১২ জন শিক্ষার্থীদের মাঝে নগদ তিন লক্ষ টাকা প্রদান করা হয়।

এর মধ্যে প্রাথমিকের ৭৪ জনের প্রতিজনকে চারশ টাকা, মাধ্যমিকের ৭২ শিক্ষার্থীদের প্রতিজনকে এক হাজার টাকা, উচ্চ মাধ্যমিকের ৩৪ জনের প্রতিজনকে এক হাজার ৬০০ টাকা এবং ¯œাতক পর্যায়ের ৩২ শিক্ষার্থীদের প্রতিজনকে ৪ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা আক্তার শাপলা, ওসি সিরাজুল ইসলাম শেখ পিপিএম প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *