ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৩৩ বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক লীড

স্বদেশবাণী ডেস্ক: লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় ৩৩ জনকে উদ্ধার করেছে তিউনেশিয়া নৌবাহিনী। তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। নৌকাটিতে থাকা আরও ৫৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়।

মঙ্গলবার (১৮ মে) তিউনেশিয়া উপকূলে এই নৌকাডুবির ঘটনাটি ঘটে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত ৫৭ নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। এদের সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। নিখোঁজ ব্যক্তিরা কোন দেশের তা এখনও জানা যায়নি।

আইওএম’র ভূমধ্যসাগরীয় দফতরের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জনের সকলে বাংলাদেশের নাগরিক। রোববার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন।

এদিকে রেড ক্রিসেন্টের কর্মকর্তা মনগি স্লিম বলেছেন, ‘৩৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়ছে। আরও ৫৭ জন ডুবে গেছেন। নৌকাটিতে প্রায় ৯০ জন শরণার্থী ছিলেন। যেটি লিবিয়া থেকে ইউরোপের পথে রওনা হয়েছিল।’

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে ৬০ জনের বেশি শরণার্থী মারা গেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *