দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদরাসায় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন

জাতীয় লীড শিক্ষা

কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ (দক্ষিন সুনামগঞ্জ): সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদরাসায় কুইজ ও হামদ না’ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মাদ্রাসার হল রুমে অধ্যক্ষ মাওলানা মোঃ আলী নূরের সভাপতিত্বে, আরবী প্রভাষক মাওলানা আবু তাহির মু. খালিদের সঞ্চালনায় সভায়

বক্তব্য রাখেন আরবী প্রভাষক মাওলানা মোঃ মিসবাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাংলা প্রভাষক সাহিদা পারভীন, ইংরেজি প্রভাষক মুজাক্কির আলম, সিনিয়র শিক্ষক মোমতাজুল হাসান আবেদ, সহকারী শিক্ষক আসাদ মিয়া, সহকারী মৌলভী মাওলানা নুরুজ্জামান, সহকারী শিক্ষক মাহমুদুর রহমান, সহকারী শিক্ষক শাহ্ মুশাহিদ আলম ফয়সল, জুনিয়র মৌলভী মাওলানা মনিরুজ্জামান ও কর্মচারী মোঃ আব্দুর রহিম প্রমুখ।

সভা শেষে ১৫ই আগষ্টে শাহাদাত বরণকারী সবার আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আলী নূর।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *