জার্মানি মিডিয়ায় এশিয়ার প্রতিনিধিত্বে সিংড়ার মেয়র

রাজশাহী
আল-আফতাব খান সুইট, নাটোর: বিশ্বের অন্যতম গণমাধ্যম জার্মানির টুমি টেলিভিশনে এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করলেন নাটোরের সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস। জার্মানি সংস্থা জিআইজেড কর্তৃক নির্বাচিত বিশ্বের মাত্র ১০টি নগরে আধুনিক ও পরিবেশবান্ধব ট্রান্সপোর্ট সার্ভিস-‘টুমি’র কার্যক্রমের জন্য নাটোরের সিংড়া পৌরসভায় পরিবহন সার্ভিসটি কোভিড-১৯ আক্রান্ত বিশ্বের ১০টি নগরের মধ্য সফলভাবে লকডাউন চলাকালীন নিত্যপণের হোম ডেলিভারী, চিকিৎসক ও রোগী পরিবহন, কোয়ারেন্টিন নিশ্চিতকরণসহ ঝুঁকিমুক্ত যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়ে প্রশংসিত হয়েছে। এসব কার্যক্রম নিয়ে প্রথমবারের মতো জার্মানির কোনো টেলিভিশন প্রতিবেদন প্রকাশ করলো।
আজ মঙ্গলবার(২৬শে মে) জার্মান টেলিভিশন টুমি টিভি করোনাকালীন সিংড়া পৌর মেয়রের কার্যক্রম নিয়ে সাড়ে ৮ মিনিটের প্রতিবেদন প্রচার করে।
বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে প্রতিবেদনটি স্ট্রিমিং হয়। টেলিভিশনটির হয়ে প্রচারিত প্রতিবেদনটিতে আর্ট ডিরেকশনসহ মেয়রের সাক্ষাতকার গ্রহণ করেন ইংলিশ ডেইলি দ্যা এশিয়ান এইজের নাটোর ডিসট্রিক্ট করেসপনডেন্ট নাইমুর রহমান। চলতি বছরের ১২, ১৩ ও ১৪ই মে সিংড়ায় স্থাপিত অস্থায়ী একটি স্টুডিওতে সাক্ষাতকার অংশের দৃশ্যধারণ করা হয়।
সিংড়া পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও সিংড়ায় টুমি’র ‘চলো’ পরিবহন সার্ভিসের সুপারভাইজার বিনায়ক চক্রবর্তী বলেন, ‘বিশ্বের বহু দেশ করোনায় আক্রান্ত। এই প্রকল্পের জন্য নির্বাচিত বিশ্বের ১০টি নগরের মধ্যে একমাত্র বাংলাদেশের নাটোর জেলার সিংড়া পৌরসভাই পরিবহন সার্ভিসটিকে করোনা মোকাবিলায় সফলভাবে ব্যবহার করেছে। বিষয়টি জার্মানি সংস্থা জিআইজেডের নজরে আসে। স্থানীয় টেলিভিশনে প্রচারের জন্য জিআইজেড নির্বাচিত নগরগুলো থেকে সার্ভিসটির চলমান কার্যক্রমের প্রতিবেদন চায়। আমরা প্রেরিত নির্দেশনার আলোকে নিজস্ব স্টুডিওতে বাংলা ও ইংরেজী ভাষায় ১০ মিনিটের সাক্ষাৎকার  ভিত্তিক প্রতিবেদন ধারণ করি। আজ সেই প্রতিবেদনটি প্রচারিত হয়েছে। প্রতিবেদনটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুকে এসেছে।’
সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, ‘করোনা মোকাবিলায় সিংড়া পৌরসভার মেয়র ও তার সহযোদ্ধারা শুরু থেকে যে নিরলস পরিশ্রম অব্যাহত রেখেছেন, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলো এই প্রতিবেদনের মধ্য দিয়ে। এরই মাধ্যমে আমাদের নাটোর তথা সিংড়া বিশ্ব দরবারে আরেকবার দেশ তথা এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করলো।’
সিংড়া পৌরসভার মেয়র ও টুমি’র ‘চলো’ সার্ভিসের প্রধান পৌর নির্বাহী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমাদের কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি সিংড়া পৌর এলাকায় করোনা মোকাবিলায় সকল স্বেচ্ছাসেবক, আমার সহযোদ্ধা ও টুমি চলো সার্ভিসের  চালকদের অনুপ্রাণিত করলো। করোনা দুর্যোগের শুরু থেকেই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় কাজ করে চলছি। আমাদের এই কাজ সহজ করে দিয়ে পরিবহন সার্ভিস ‘টুমি চলো’ যা আমরা হোম ডেলিভারী ও কোয়ারেন্টিন নিশ্চিতে সফলভাবে ব্যবহার করে চলেছি অদ্যাবধি। সিংড়ার মানুষের নিরাপদ পরিবহন সুবিধা প্রদানের লক্ষ্যে প্রতিমন্ত্রি জুনাইদ আহমেদ পলক সিংড়ায় প্রকল্প এনে দেন এবং পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করছেন। আমি জিআইজেডের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আগামীতে প্রকল্পটি সম্প্রসারণের আহ্বান জানাই।’
প্রসঙ্গত, বাংলা ও ইংরেজী ভাষায় ধারণকৃত পূর্ণাঙ্গ প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পর্যায়ক্রমে প্রচারিত হবে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *