বাঘায় লকডাউনে কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি বাহিনী

রাজশাহী

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘাতে লকডাউনে ৩য় দিনে কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি বাহিনী। আজ(৩-৭-২০২১) শনিবার বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে দেখা যায়। কঠোর ভাবে লকডাউন ব্যাস্তবায়নে উপজেলা প্রশাসকের সাথে নিরালস ভাবে কাজ করছে বাংলাদেশ আনসার সদস্যরা এবং ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছে। আইন-শৃঙ্খলা আনসার ও ভিডিপি জনসমাগম, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি অনুশরন পূর্বক চলাচলে আনসার ও ভিডিপি কঠোর ভাবে কাজ করে যাচ্ছে । লকডাউন অমান্য করে জনসাধারণ ইচ্ছামত চলাচল করছে।

 

উক্ত লকডাউন কার্যকরের জন্য জেলা কমান্ড্যান্ট, মুহাম্মদ মেহেদী হাসান,মহোদয়ের নির্দেশক্রমে রাজশাহী বাঘা উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালায় আনসার ও ভিডিপি সদস্যরা। বিভিন্ন পয়েন্টে আনসার ভিডিপি সদস্যদের কে মোতায়েন করা হয়। জনসাধারণকে নিরাপদে রাখতেই বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আনসার সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা যায়।

আনসার ভিডিপি অফিসার মিলন কুমার দাস বলেন, করোনার এই ভয়ানক থাবা থেকে বাছতে আমাদের সকলকেই সচেতন হতে হবে। একমাত্র জনসচেতনতাই পারবে এই মহামারি থেকে আমাদের রক্ষা করতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *