বাঘায় শেষ হলো মহানাম কীর্তন ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠান

রাজশাহী

বাঘা প্রতিনিধিঃ শুক্রবার শেষ হয়েছে ২৪ প্রহরব্যাপী মহানাম কীর্তন ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠান। গত সোমবার (১৬ মে) থেকে রাজশাহীর ঐতিহ্যবাহী বাঘা উপজেলার নারায়নপুর সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরে (পালপাড়া) ২৪ প্রহর ব্যাপী মহানাম কীর্তন ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দির কমিটি এর আয়োজন করে।

আয়োজকরা জানান, ১৬ মে গীতা পাঠ অন্তে মঙ্গলঘট ও শুভ অধিবাস কীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। ১৭ মে (বুধবার)রাত থেকে এই অনুষ্ঠানে যোগ দেন মন্দিরের উপদেষ্টা নারায়নপুর গ্রামের কৃতি সন্তান, শ্রেণী পেশার মানুষের প্রিয়ভাজন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের, উপসচিব রথীন্দ্রনাথ দত্ত।

মন্দির কমিটির সভাপতি মনীন্দ্রনাথ পান্ডে, সাধারন সম্পাদক সুজিত কুমার পান্ডে বাকু ও যুগ্ন সাধারন সম্পাদক অপূর্ব সাহা জানান,অনুষ্ঠানের আয়োজন থেকে শেষ পর্যন্ত সকল ধর্মের নর-নারীর মধ্যে প্রসাদ বিতরন করা হয়েছে। এতে প্রায় পনের হাজার মানুষ অংশ নিয়েছেন।

নাম কীর্তন পরিবেশনায় ছিলেন-নাটোরের বাগাতিপাড়ার মা শক্তি সম্প্রদায়,রাজশাহীর বলিহারের ভাই ভাই সম্প্রদায়, নাটোরের নিত্যানন্দ সম্প্রদায়, জোতগৌরী শ্রী গুরু সম্প্রদায়,রাজশাহীর কলিগ্রামের শ্রী কৃষ্ণ সম্প্রদায়। লীলা কীর্তন পরিবেশনায় ছিলেন-বগুড়ার দুলাল চন্দ্র মহন্ত,রাজশাহীর বাগমারার রাধা রানী প্রাং,নওগাঁর মান্দার প্রেমানন্দ হালদার, নওগাঁর বদলগাছির জয়িতা দাসী। উপসচিব রথীন্দ্রনাথ দত্ত জানান, সৃষ্টির শুভ কামনা ও বিশ্ব শান্তি কল্পে এর আয়োজন। মূল কথা হচ্ছে,মানব কল্যান।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *