প্রধানমন্ত্রীর বাড়িতে পেঁয়াজ ছাড়া রান্না, এটা কোনও কথা হলো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে এসে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীকৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘এ দেশে সরকার ছাড়া কেউ কিছু করে না।

সুনীতি, দুর্নীতি সব সরকারের মাধ্যমেই হয়।

আজকে পেঁয়াজের অসহনীয় অবস্থা। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে গেছেন। যাওয়ার আগে বলে গেছেন, তার বাড়িতে পেঁয়াজ ছাড়া রান্না হয়েছে। এটা কি কোনও প্রধানমন্ত্রীর কথা হলো ?’

রবিবার (১৭ নভেম্বর) সকালে মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘আজ দেশে পেঁয়াজ দুইশ পঞ্চাশ টাকা কেজি, এটা ভাবা যায়? এই পেঁয়াজি করে আওয়ামী লীগের ছায়াতলে থেকে কিছু লোক কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিলো। এটাকে কোনও দেশে সুশাসন বলে না। এটাকে দুঃশাসন বলে।’

তিনি অভিযোগ করেন, ‘মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকীতে তার মাজার প্রাঙ্গণে তেমন কোনও সম্মান প্রদর্শন করা হয়নি। অথচ তাকে ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে।’

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। সূত্র: বাংলা ট্রিবিউন।.

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *