ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে তুষারধসে সেনাসহ ৯ জন নিহত

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে এক তুষারধসে তিন সেনাসদস্যসহ ৯ জন নিহত হয়েছেন। সোমবার কাশ্মিরের কুপওয়া জেরায় এই ঘটনা ঘটে। এছাড়া এক সেনাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিগত ৪৮ ঘণ্টায় ভারী তুষারপাত হচ্ছে কাশ্মিরে। সেখানকার বেশ কিছু এলাকায় তুষারধসের খবর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার মাচিল সেক্টরে বেলা ১টার দিকে একটি সেনা পোস্টে আছড়ে পড়ে তুষারধস। তাতেই মৃত্যু হয় সেনা সদস্যদের।এছাড়া গান্ডেরবাল জেলার সোনমার্গে আরো একটি তুষারধসের ঘটনায় এছাড়া পাঁচজন বেসামরিকও প্রাণ হারিয়েছেন।

প্রবল তুষারপাতে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত দুই কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন সেনা সদস্য।

অন্যদিকে পৃথক ঘটনায় নওগ্রামে সোমবার রাতে তুষারধসে এক বিএসএফ সেনা নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ছয়জন সদস্যকে। সেনাবাহিনীর নেতৃত্বে সীমান্তরেখায় উদ্ধার কার্যক্রম চালাতে বিএসএফ মোতায়েন করেছে প্রশাসন। সূত্র: বাংলা ট্রিবিউন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *