একদিনে রাজশাহী বিভাগে ১০০ জনের করোনা সনাক্ত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে একদিনে ১০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তারা শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে ৯১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বিভাগের রাজশাহী জেলায় ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জে একজন, নওগাঁয় নয়জন, নাটোরে ১৩ জন, জয়পুরহাটে পাঁচজন, বগুড়ায় ৩১ জন এবং সিরাজগঞ্জে ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন বিভাগের রাজশাহীতে ৪২ জন, নওগাঁয় চারজন, নাটোরে দুইজন, জয়পুরহাটে ১৪ জন, বগুড়ায় ২৩ জন এবং সিরাজগঞ্জে ছয়জন সুস্থ হয়েছেন। বুধবার বিভাগে নতুন করে কারও মৃত্যু হয়।

বিভাগে এখন মোট মৃতের সংখ্যা ২৯৩ জন। বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ১৭৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২০ জন, নাটোরে নয়জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭৩১ জন। এর মধ্যে সর্বোচ্চ ৭ হাজার ৪৯৭ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৮৯৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৬৬ জন, নওগাঁয় এক হাজার ২৮৩ জন, নাটোরে ৯৭২ জন, জয়পুরহাটে এক হাজার ৬৯ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৩৫ জন এবং পাবনায় এক হাজার ১১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

বিভাগে এখন মোট করোনাজয়ীর সংখ্যা ১৭ হাজার ৩৬৬ জন। এ পর্যন্ত রাজশাহীর ৪ হাজার ৪৪৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭০৮ জন, নওগাঁর এক হাজার ১৭২ জন, নাটোরের ৭৯৩ জন, জয়পুরহাটের ৯৮৭ জন, বগুড়ার ৬ হাজার ৫৭৫ জন, সিরাজগঞ্জের এক হাজার ৬৭৩ জন এবং পাবনার এক হাজার নয়জন করোনামুক্ত হয়েছেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *