ভারত বাংলাদেশ মৈত্রী সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান সরদার জানমোহাম্মাদ

বিনোদন লীড

আলমগীর হোসেন :রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সরদার জানমোহাম্মাদ গত ১৯ ই এপ্রিল ভারতে “ভারত-বাংলাদেশ মৈত্রী সম্মাননা-২০১৯” পেয়েছেন। গত ১৯ ই এপ্রিল ভারতের পশ্চিম বাংলায় কৃষ্টি প্রেক্ষা গৃহে বেঙ্গল এ্যাডুকেশন ডেভলোপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃনমূল পর্যায়ে শিক্ষা ও সমাজ সেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা পেয়েছেন।

ইউপি চেয়ারম্যান ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমনঃ হাটখুজিপুর উচ্চবিদ্যালয়,কুশলপুর দাখিল মাদ্রাসা,হাটখুজিপুর সঃ প্রাঃ বিদ্যালয়,সারন্দী সঃ প্রাঃ বিদ্যালয়,সারন্দী উচ্চ ববিদ্যালয়,বেলঘরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহ প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার,গেট ও প্রাচীর নির্মান,ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরন করা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন করেন।

এসময় “ভারত বাংলাদেশ মৈত্রী সম্মাননা-২০১৯ ” পদক ইউপি চেয়ারম্যান সরদার জানমোহাম্মাদের হাতে তুলে দেন পশ্চিম বঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.বাসদ চৌধুরী,টেকনিক্যাল ইউনির্ভাসিটির উপাচার্য ড.সৈকত মিত্র ও মাওঃ আবুল কালাম আজাদ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *