দশমিনায় আগুনে ৮ দোকান পুড়ে ছাই

সারাদেশ

স্বদেশবাণী ডেস্ক: পটুয়াখালীর দশমিনা উপজেলায় আগুনে আট দোকান পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলা সদরের চেয়ারম্যান মার্কেটের পেছনের মোল্লাপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দশমিনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সালাউদ্দিন মিয়া যুগান্তরকে জানান, উপজেলা সদরের চেয়ারম্যান মার্কেটের পেছনের মোল্লাপট্টির স্থানীয় ব্যবসায়ী ইউসূফের মিষ্টির দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই তা অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দশমিনা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দশমিনা থানা পুলিশের সহায়তায় পৌনে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে কামাল মুন্সি, হাসান মোল্লা, হাবিব সরদার, সিদ্দিক মোল্লা, বেল্লাল মোল্লা, রিয়াজ মুন্সির চায়ের দোকার ও ইউসূফের এবং তপনের মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এছাড়াও আগুনে সিদ্দিক মোল্লার ছয়টি ছাগলের মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট ইকবাল হোসেন জানান, আগুনে স্থানীয় ব্যবসায়ীদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি সরকারের কাছে ব্যবসায়ীদের জন্য ক্ষতিপূরণের দাবি জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *