নাটোরে করোনা আপডেটঃ ৩ নারীর মৃত্যু; আক্রান্ত ৯৭ জন 

রাজশাহী
আল-আফতাব খান সুইট, নাটোরঃ নাটোরে উপসর্গসহ করোনায় হাজেরা (৬৫), আনোয়ারা (৫০) ও সেলিনা (৪৬) নামে ৩ নারী মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৩০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৯৭ জন আক্রান্ত হয়েছে। সংক্রমনের হার ৩১.৮০ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ৪৩৮২ জন। সুস্থ হয়েছেন ১৯৬৯ জন। সদর হাসপাতালের ভর্তি আছেন ১০৮ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৩৫১জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৬৪ জন।
সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায় জানান, হাজেরা (৬৫) হাসপাতালের রেডজোন ও সেলিনা (৪৬) নামে অপর নারী সদর হাসপাতালের ইয়োলো জোন ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) হাফিজার রহামন জানান, সিংড়ায় আনোয়ারা (৫০) নামে এক নারীও করোনায় মারা গেছেন।
এদিকে করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের ষষ্ঠ দিনেও সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাব সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। তারা বিভিন্ন স্থানে চেক পোষ্ট বসিয়ে তল্লাশী করছেন। এছাড়া জেলা প্রশাসনের প্রায় ১২টি মোবাইল টিম সরকার নির্দেশিত বিধিনিষেধ মানাতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। ওষুধ ও নিত্যপণ্য এবং প্রয়োজনীয় কাঁচামালের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রধান সড়কগুলো ফাঁকা থাকলেও সবজি বাজার সহ অলিগলিতে মানুষের চলাচল বেড়েছে। নানা অজুহাতে বাড়ির বাহিরে বের হচ্ছে মানুষ। গতকাল স্বাস্থ্যবিধি অমান্যকারী ৫১ জনকে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, যেকোনো মূল্যে আমাদের করোনা দুর্যোগ মোকাবিলা করতে হবে। আমরা যদি সরকারের নির্দেশ মোতাবেক জীবনযাপন করতে পারি তবে ঝুঁকিমুক্ত থাকতে পারব। করোনা সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ চলাকালীন স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *