বাঘায় ব্যাংকে বয়স্ক ভাতার টাকা তুলতে গিয়ে অসুস্থ হয়ে বাড়ি ফিরলো এক নারি

রাজশাহী লীড

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় বয়স্ক ভাতার টাকা তুলতে গিয়ে বেগম নামের এক নারি আহত হয়েছে। বেগম (৬৪) উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামের ইনতাজ আলী মন্ডলের স্ত্রী। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার জনতা ব্যাংক আড়ানী শাখায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বয়স্ক ভাতার টাকা উঠানোর জন্য সকাল ১০টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন বেগম। অসু¯তার কথা জানানোর পরও তার কোন কথার কর্ণপাত করেনি ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক জাফর ইকবালক। এক পর্যায়ে প্রচন্ড গরমে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে যান। অন্যরা তাকে মাথায় পানি ঢেলে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেন। বিষয়টি শাখা ব্যবস্থাপক দেখেও না দেখার ভান করে বসেই ছিলেননা, বিষয়টি জানতে চাওয়ায় অসদাচরনও করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে এলে,ওই নারির নাম ঠিকানা ও পরিচয় জানাতে রাজি না হয়ে শাখা ব্যবস্থাপক বলেছেন, পরিচয় দিতে আমি বাধ্য নয়।

স্থানীয়দের অভিযোগ বড় কোন ব্যবসায়ী কিংবা রাজনৈতিক ব্যক্তিত্বদের যে সন্মান করেন,সে তুলনায় ব্যাংকের গ্রাহক হিসিবে সাধারনরা নুন্যতম সন্মান পাননা শাখা ব্যবস্থাপকের কাছ থেকে। বিষয়টি ব্যাংকের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করে গুরুত্ব সহকারে দেখভাল করে ব্যবস্থা নেয়ার দাবি করেছেন এই ব্যাংকের সাধারন গ্রাহকরা।

শাখা ব্যবস্থাপক জাফর ইকবাল বলেন, ব্যাংক কারো নিয়মে চলেনা। ব্যাংক সরকারি নিয়ম অনুযায়ী চলে। যেভাবে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা দেয়া হয়, সেইভাবে দেয়া হচ্ছে। মানবিক দিক বিবেচনা করে অসুস্থ ওই নারিকে টাকা নেয়ার সুযোগ করে দিলে নিয়ম ভঙ্গ হতো কিনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি।

ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (রাজশাহী) তপন কুমার মুজুমদার বলেন, এ বিষয়ে তদন্ত করে আড়ানী শাখা ব্যবস্থাপকের বিষয়ে ব্যবস্থা নিবো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *