আবৃত্তিশিল্পী হাসান আরিফ লাইফ সাপোর্টে

জাতীয় লীড

স্বদেশবাণী ডেস্ক:  করোনায় আক্রান্ত আবৃত্তিশিল্পী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে হাসান আরিফকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এ খবর জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। চিকিৎসকের বরাত দিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, “তার (হাসান আরিফ) অবস্থা সংকটাপন্ন।”

নাসির উদ্দীন ইউসুফ বলেন, “হাসান আরিফের দেহের অন্য অঙ্গপ্রত্যঙ্গ ভালো আছে। কিন্তু অক্সিজেন জটিলতার কারণে সেগুলোতে চাপ পড়ছে। এ কারণে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে।”

হাসান আরিফ ২ ডিসেম্বর করোনা পজিটিভ হন। পরদিন তাকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। পরে অক্সিজেন লেভেলে জটিলতা দেখা দেওয়ায় তাকে লাইফ সাপোর্টে নিতে হয়।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফ দীর্ঘদিন ধরে দেশের সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা রেখে আসছেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলনে তিনি সামনে থেকে ভূমিকা রাখেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *