বিসিএস পরীক্ষায় রাজশাহী মেট্টোপলিটন পুলিশের নিষেধাজ্ঞা

রাজশাহী লীড শিক্ষা

স্টাফ রিপোর্টার : রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজে ৮ দিন ৪৩তম বিসিএস-২০২০ এর আবিশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৪ জুলাই থেকে ৩১ জুলাই বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে সাধারণ মানুষের জন্য রাজশাহী মেট্টোপলিটন পুলিশ নিষেধাজ্ঞা জানিয়েছেন।

এই পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা চলার সময় পরীক্ষা কেন্দ্রের চারিদিকে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ জনের বেশি একসাথে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্ব.ব/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *