রাজশাহীতে গ্র্যাইচুটির টাকা না পাওয়ায় অবসরপ্রাপ্ত শ্রমিকদের দাবি

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে দীর্ঘ ছয় বছরেও গ্র্যাইচুটির টাকা না পাওয়ায় রাজশাহী চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিকেরা মানববন্ধন ও বিক্ষোভের মাধ্যমে ৩ দফা দাবি জানিয়েছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা দশটায় কেন্দ্রীয় কমর্সূচীর অংশ হিসেবে তারা মিলের গেটে ২ ঘন্টা ধরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

এ সময় বক্তারা বলেন, রাজশাহীর চিনি কলের ২৩৩ জনের পাওনা ২১ কোটি ১৩ লাখ টাকা। টাকা না দেয়ায় পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। সংসারের ব্যায় মিটিয়ে দিতে পারছেন না সন্তানের পড়াশোনার খরচ। অনেকেই অসুস্থতায় ভুগছেন, অনেকই অর্থাভাবে মৃত্যুবরণ করেছেন।

আন্দোলনকারীদের দাবি, পাওনা বকেয়া গ্রাইচুইটির টাকা আগামী মাসের মধ্যে পরিশোধ করতে হবে। একই সাথে প্রদান করতে হবে উৎসব, বৈশাখী ও চিকিৎসা ভাতা।

স্ব.বা/ম

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *