টুইটারের মডারেশন পলিসিতে পরিবর্তন এখনই নয়: মাস্ক

তথ্যপ্রযুক্তি

স্বদেশ বাণী ডেস্ক: টুইটারের মডারেশন পলিসিতে এখনই কোনও পরিবর্তন করা হবে না বলে জানিয়েছেন সদ্য টুইটারের মালিকানাপ্রাপ্ত বিলিওনেয়ার ইলন মাস্ক। একটি টুইট বার্তায় তিনি জানান, খুব পরিষ্কার করে বলতে গেলে আমরা আপাতত টুইটারের কনটেন্ট মডারেশন পলিসিতে কোনও পরিবর্তন আনছি না। যদিও এর আগে তিনি পোস্ট মডারেশনের জন্য নতুন কাউন্সিল তৈরির ঘোষণা দিয়েছিলেন।

বার্তায় তিনি আরও জানান, ছোটখাটো বিভিন্ন কারণে যাদের টুইটার থেকে বাতিল করা হয়েছিল সেগুলোকে আবারও চালু করা হবে।

কমেডি এখন টুইটারে বৈধ বলেও জানান তিনি। আরেকটি টুইট বার্তায় তিনি লেখেন, ‘পাখি এখন মুক্ত’।

এখন প্রশ্ন হলো, প্ল্যাটফর্মটি নিয়ে মাস্কের ভবিষ্যৎ পরিকল্পনা কী হতে পারে! বিবিসি জানায়, সম্ভাব্য পরিবর্তনের ফলে টুইটার নিয়ন্ত্রকদের নজরে পরতে পারে এবং ব্যবহারকারীদের মাঝেও বিভাজন সৃষ্টি হতে পারে।

মাস্ক জানান, আরও বড় দৃষ্টি ভঙ্গির দিক হিসেব করে টুইটার একটি কাউন্সিল তৈরি করতে পারে।

এদিকে টুইটার অধিগ্রহণের পর প্রতিষ্ঠানটির ফিন্যান্স চিফ নেড সেগাল প্রতিষ্ঠান থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। সেইসঙ্গে প্রতিষ্ঠানটির বোর্ডের চেয়ারম্যান ব্রেট টেইলরও একই ঘোষণা দেন। এছাড়া টুইটার অধিগ্রহণের পরই প্রতিষ্ঠানটি চিফ এক্সিকিউটিভ পরাগ আগরওয়াল মাস্কের রোষানলে পড়েন এবং বহিষ্কৃত হন। অবশ্য পরাগের টুইটার প্রোফাইলে এখনও তার সিইও পদটি দেখা যাচ্ছে।

স্ব.বা/রু

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *