রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোক দিবসের কর্মসূচি থেকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সকাল থেকে রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত ম্যুরালে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন- রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান প্রমুখ।

পরে সেখানে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের নেতৃত্বে কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতারা কুমারপাড়ার দলীয় কার্যালয়ের পাশে থাকা স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আক্তার রেনী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে মহানগর সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়েছে।

অন্যদিকে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর র‌্যাব-৫ সদর দপ্তরে রক্তদান কর্মসূচি পালন করা হয়।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *