রিজার্ভ নামছে ২২ বিলিয়ন ডলারের ঘরে

জাতীয় বিশেষ সংবাদ লীড

স্বদেশ বাণী ডেস্ক: রিজার্ভ নামছে ২২ বিলিয়ন ডলারের ঘরে, রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কমছে। আবার প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সেও চলছে মন্দা। ডলার আসার প্রধান দুই উৎস ঝুঁকিতে। এর মধ্যেই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় সুদসহ ১১০ থেকে ১২০ কোটি ডলার শোধ করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে শিগগির রিজার্ভ আরও কমে ২২ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসছে। ফলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঝুঁকি আরও বাড়ছে।

চলতি সপ্তাহে আকুর দায় পরিশোধ করতে হবে বাংলাদেশ ব্যাংককে। এবার জুলাই-আগস্টের জন্য সুদসহ ১১০-১২০ কোটি ডলার আমদানি দায় পরিশোধ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, আইএমএফের শর্ত মেনে রিজার্ভ গণনার কারণে সবশেষ রিজার্ভ ২৩ বিলিয়ন ডলারের কিছু বেশি। আকুর দায় শোধ করা হলে তা কমে ২২ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসবে। গত মাসে মে-জুনের জন্য ১১০ কোটি ডলারের আকু বিল পরিশোধ করা হয়। জুলাই-আগস্টে আমদানি প্রায় সমপরিমাণ ছিল। ফলে এবার আমদানি দায়ও প্রায় সমপরিমাণই শোধ করতে হবে। এ দায়ের জন্য ৫ শতাংশের বেশি হারে সুদ পরিশোধ করতে হয়।

ডলার সাশ্রয়ে সরকার আমদানি নিয়ন্ত্রণ করছে। এতে আমদানির দায় হিসেবে ডলার সাশ্রয় হলেও বাস্তবে ডলারের মজুত বাড়ছে না। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৪৩২ কোটি ডলারের ঋণপত্র খুলেছেন ব্যবসায়ীরা। গত বছরের একই মাসে ঋণপত্র খোলা হয়েছিল ৬৩৫ কোটি ডলারের। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় গত জুলাইয়ে ঋণপত্র খোলা কমেছে ৩১ দশমিক ১৯ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে আমদানি ১৫ দশমিক ৮১ শতাংশ কমে গিয়েছিল।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *