২ সংসদ সদস্যের মৃত্যু: দুই আসনে উপনির্বাচন নিয়ে কী ভাবছে ইসি

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: জাতীয় সংসদের দুই সংসদ-সদস্যের মৃত্যুতে আসন দুটিতে উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ওই বৈঠকে এ দুটি আসনে উপনির্বাচন হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত আসার কথা রয়েছে। উপনির্বাচনের সিদ্ধান্ত হলে ওই বৈঠকে এ দুই আসনের নির্বাচনের তফশিলও চূড়ান্ত হতে পারে। যদিও রোববার পর্যন্ত আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদের গেজেট নির্বাচন কমিশনে এসে পৌঁছেনি। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আসন দুটি শূন্যের গেজেট আমরা এখনো পাইনি। গেজেট পেলে সেটি কমিশনে তোলা হবে। তখন কমিশন সিদ্ধান্ত নেবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই আসনে উপনির্বাচন হবে কি না, তা এখনই বলা যাবে না।

সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ-সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল ও সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ-সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা (৮৪) শুক্রবার রাতে মারা যান। তাদের মৃত্যুতে এ আসন দুটি শূন্য হয়েছে।

কোনো সংসদ-সদস্যের মৃতুতে আসন শূন্য হলে সেখানে পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার কথা সংবিধানে উল্লেখ রয়েছে।

অপরদিকে বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের কাউন্টডাউন শুরু হচ্ছে ১ নভেম্বর। এমন অবস্থায় মাত্র কয়েকদিনের জন্য এ দুটি আসনে উপনির্বাচন নিয়ে নানা প্রশ্ন সামনে এসেছে।

নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা জানান, সংবিধানে আসন শূন্যের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা ছাড়া আর কিছু বলা নেই।

অপরদিকে নির্বাচন কমিশন বলছে, নভেম্বরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভোট হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। ফলে এ দুটি আসনে উপনির্বাচন করা হলেও এখানে যারা নির্বাচিত হবেন, তারা সংসদ-সদস্য হবেন খুব অল্প সময়ের জন্য।

তারা একাদশ সংসদের কোনো অধিবেশন নাও পেতে পারেন। কারণ অক্টোবরে সংসদের শেষ অধিবেশন বসবে। আবার কয়েকদিন পর সাধারণ নির্বাচনের তফশিল ঘোষণা করা হলে ওই আসন দুটিতে ফের ভোট হবে। এমন পরিস্থিতিতে করণীয় বিষয়ে আইনে স্পষ্ট কিছু না থাকায় বিষয়টি কমিশনে তোলা হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *