নীলনকশার তফসিলে কোনো নির্বাচন হবে না: রিজভী

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। আজ বুধবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তফসিল প্রত্যাখ্যান করেছেন।

রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের মানুষের প্রত্যাশা এবং আন্তর্জাতিক মহলের আহ্বান উপেক্ষা করে সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন একতরফা নির্বাচনের তামাশার তফসিল ঘোষণা করেছে। এই তফসিল আমরা চরম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

রিজভী বলেন, ‘দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করে হাসিনা মার্কা এই তফসিল রঙ্গ জনগণ মানে না। এই নীলনকশার তফসিলে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে বলতে চাই, এর ফলে দেশে যে ভয়াবহ অচলাবস্থা এবং রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হবে, তার পুরো দায়ভার কমিশন এবং এই তথাকথিত সরকারকেই বহন করতে হবে।’

দেশের মানুষ জানত যে ইসি শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে কিছু করবেন না মন্তব্য করে রিজভী বলেন, ‘তফসিল ঘোষণায় তারই প্রতিফলন ঘটেছে। আমাদের হাসি পেয়েছে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন সিইসি। পুরো জাতি মনে করেছে যে সিইসি সমগ্র জাতির সঙ্গে মশকরা করেছেন। প্রধানমন্ত্রী থাকবেন আর তার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে, এটা বিশ্বাস করা কঠিন। আমি মনে করি এটা ডাহা মিথ্যা, ভণ্ডামি এবং মেকি।’

সরকারকে হুঁশিয়ার করে দিয়ে রিজভী বলেন, ‘জনগণের চলমান অগ্নিগর্ভ আন্দোলন আরও তীব্র, কঠিন থেকে কঠিনতর হবে, অতি দ্রুতই আওয়ামী সরকারের পতন ঘটবে। এসব তফসিল বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে জনগণ।’

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *