রাজশাহীতে বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন করলেন রাসিক মেয়র

খেলাধুলা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজনে রাজশাহী জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ ২০২৩-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বেলুন ফেস্টুন উড়িয়ে বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের খেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের ভেন্যু হিসেবে রাজশাহীকে বেছে নেওয়া হয়েছে, এটি আমাদের জন্য বড় পাওয়া। নানা সীমবদ্ধতার মধ্যেও রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি।

মেয়র আরো বলেন, রাজশাহীতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম,  রাজশাহী বিশ^বিদ্যালয় স্টেডিয়াম রয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নদীর ধারে একাধিক ক্রীড়ার স্থাপনা করার পরিকল্পনা রয়েছে। রাজশাহীতে বৃহত্তর পরিসরে ফুটবলের আয়োজক বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান রাসিক মেয়র। দেশের ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিতে অন্যান্য গ্রুপ অব কোম্পানীকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসাসিয়েশনের সভাপতি মোঃ ওয়াহেদুন নবী। জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ হিমেল, সদস্য সাইফুল ইসলাম কালু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকার, নির্বাহী  সদস্য আলী আফতাব তপনসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সারাদেশের ৫টি ভেন্যুতে খেলা আয়োজনের অংশ হিসেবে রাজশাহীতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই লীগের খেলা শুরু হলো। ভেন্যুর উদ্বোধনী দিনের খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ২-১ গোলে ফর্টিস এফসি লিঃ কে হারায়। বিজয়ী দলের পক্ষে শাহারিয়ার ইমন ১৪ ও নাইজেরিয়ার ফুটবলার ইমানুয়েল টনি আগবাজী ৯০ মিনিটের মাথায় গোল করেন। বিজিত দলের পক্ষে গামবিয়ার ওমর সরোর ৪৩ মিনিটে ১টি গোল পরিশোধ করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *