ভারতের বিপক্ষে হোয়াইওয়াশ বাংলাদেশ নারী দল

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আগেই প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিলো ভারত। তৃতীয় ম্যাচ ছিল বাংলাদেশের জন্য হোয়াইওয়াশের লজ্জা এড়ানোর। কিন্তু এই ম্যাচেও রক্ষা হয়নি তাদের। শেষ ম্যাচ ভারতের কাছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারে শায়েলা শারমিনরা।

মঙ্গলবার টস জিতে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য আগে ব্যাটিং করে ভারতের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দেয়ার পরিকল্পনা ছিলো স্বাগতিকদের। ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় ১২৮ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। সানজিদা ও মুরশিদা ছাড়া কেউ তেমন রানের দেখা পাননি। ব্যাটসম্যাসনদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্দে দাঁড়িয়ে অপরাজিত ৪৪ রান করেন সানজিদা। অন্যদিকে মুরশিদা করেন ৩৩ রান।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন তনুশ্রী সরকার এবং রাশি কানোজিয়া। এছাড়া দেবিকা দুটি ও সুশ্রী একটি উইকেট পেয়েছেন।

১২৯ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ৩৯ ওভার ২ বল খেলে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয় নারী দল। ওপেনার ইয়াস্তিকা ভাটিয়া এবং দেবিকার ৫০ রানের জুটিতে জয়ের কাছে পৌঁছে যায় সফরকারী দল। ইয়াস্তিকা ৪৮ রান করে ফিরলেও ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দেবিকা।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন শায়েলা এবং খাদিজা। সূত্র: বাংলাদেশ জার্নাল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *