আন্তঃ ব্যাটালিয়ন বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী ব্যাটালিয়ন

খেলাধুলা

স্টাফ রিপোর্টার: বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর আন্তঃ ব্যাটালিয়ন বাস্কেটবল প্রতিয়োগিতা ১ বিজিবি রাজশাহী ব্যাটালিয়ন সেক্টর সদর দপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সাড়ে ৩টায় রাজশাহী সেক্টর সদর দপ্তর বাস্কেটবল মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ১ বিজিবি রাজশাহী ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন এবং নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়াও শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় হিসেবে বিবেচিত হন নম্বর ৮৯৪৪৬ সিপাহী মোঃ জিহাদ হোসেন, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। এছাড়াও শ্রেষ্ঠ নবীণ খেলোয়াড় হিসেবে বিবেচিত হন নম্বর ১০১৫০৯ সিপাহী আহমদ উল্লাহ আল হোছাইন, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার, উত্তর পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, রংপুরের ব্রিগেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ, এএফডব্লিউসি, পিএসসি।

এছাড়াও উক্ত খেলায় সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী, অধিনায়ক, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এবং অন্যান্য অফিসার, জেসিও সেক্টর এবং ব্যাটালিয়নের সকল পদবীর সৈনিক ও অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১। বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, রংপুর আন্তঃ ব্যাটালিয়ন বাস্কেটবল প্রতিয়োগিতা-২০১৯ সেক্টর সদর দপ্তর, রাজশাহী এর তত্ত্বাবধানে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), রাজশাহী এর সার্বিক ব্যবস্থাপনায় গত ১২ অক্টোবর ২০১৯ তারিখ হতে শুরু হয়।

উক্ত প্রতিযোগিতায় ১৫ টি বর্ডার গার্ড ব্যাটালিয়ন (যথাক্রমে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি), লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি), নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি), পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি), জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি), ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি), রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি), চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি), নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি), রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এবং তিস্তা-২ ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অংশগ্রহণ করে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *