বিসিবিকে না জানিয়ে সাকিবের চুক্তি, যা বললেন প্রধান নির্বাহী

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক: মিরপুরে এসেছেন সাকিবকোনও ক্রিকেটার টেলিকম কোম্পানির সঙ্গে ব্যক্তিগত ভাবে চুক্তি করলে বিসিবির অনুমতির প্রয়োজন পড়ে। কিন্তু সাকিব আল হাসান অনুমতি না নিয়ে গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করেছেন। এতেই খেপেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

মোবাইল অপারেটর রবির সঙ্গে বোর্ডের চুক্তি থাকা অবস্থাতেই বাংলালিংক ও গ্রামীণফোনের সঙ্গে বেশ কয়েকজন ক্রিকেটারের চুক্তি ছিল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিসিবি। যে কারণে ক্রিকেটারদের টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করার আগে বোর্ডের অনুমতি বাধ্যতামূলক করেছে বিসিবি।

দেশের এক দৈনিকে বোর্ড প্রধান এমনটাই জানিয়েছেন, ‘লিখিতভাবে ওদের জানিয়ে রাখা আছে। এমনকি আমার জানা মতে, মন্ত্রণালয় থেকেও ওদের বলা আছে যে না জানিয়ে টেলকোর সঙ্গে চুক্তি করা যাবে না।’ কিন্তু সাকিব সেটা না মানায়, খেপেছেন নাজমুল, ‘আমাদের সঙ্গে চুক্তি তো আছেই। তারপরও আমাদের না জানিয়ে কী করে চুক্তি করে? টাইমিংটা দেখুন। খেলা বন্ধ করে চুক্তি! এগুলো তো ঔদ্ধত্যপূর্ণ আচরণ।’

খেলা বন্ধ করে এমন চুক্তি করায় বোর্ড প্রধানের রাগটা কিছুটা বেশিই। এ অবস্থায় বিসিবি লিগ্যাল অ্যাকশনে যাবে বলেও জানিয়েছেন নাজমুল।

এদিকে শুক্রবার ভারত সিরিজের ক্যাম্প শুরু হয়েছে। কিন্তু প্রথম দিনেই ছিলেন না সাকিব। শনিবার অবশ্য ক্যাম্পে যোগ দিয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। দুপুর আড়াইটায় মিরপুর স্টেডিয়ামে এসে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর রুমে যান তিনি। সেখানে আধ ঘণ্টার মতো ছিলেন, এরপর ৩টায় অনুশীলন করতে মাঠে নামেন।

গ্রামীণফোনের সঙ্গে চুক্তির ব্যাপারে সাকিব কোনও মন্তব্য করেননি।

প্রধান নির্বাহী নিজামউদ্দিনও স্পষ্ট কিছু বলেননি। সংবাদ মাধ্যমকে তিনি শুধু বলেছেন, ‘আমাদের রেকর্ড বলছে, সাকিব আমাদের কিছুই জানায়নি। তাই এ ব্যাপারে করণীয় সবকিছুর ব্যবস্থা আমরা নেবো। এর বেশি আপাতত আর কিছু বলার নেই। সূত্র: বাংলা ট্রিবিউন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *