জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের রানের রেকর্ড

খেলাধুলা

স্বদেশ বাণী ডেস্ক:

সৌম্য সরকার, লিটন দাস ও তামিম ইকবালের ব্যাটিং তাণ্ডবে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগাদের এটা দলীয় সর্বোচ্চ রান। তবে সবমিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের এটা তৃতীয় সর্বোচ্চ।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সফরকারী জিম্বাবুয়ে।

দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তাণ্ডব চালান লিটন-তামিম। উদ্বোধনী জুটিতে প্রথম ১০ ওভারে ৯.১০ গড়ে স্কোর বোর্ডে ৯১ রান যোগ করেন তারা।

উড়ন্ত সূচনার পর সাজঘরে ফেরেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ক্যাচ তুলে দেয়ার আগে ৩৩ বলে তিন চার ও দুই ছক্কায় ৪১ রান করে ফেরেন তামিম। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরিতে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৩১০ রান সংগ্রহ করেছিলেন তামিম।

সোমবার তামিম আউট হওয়ার পর ১৪ রানের ব্যবধানে এলবিডব্লিউ হয়ে ফেরেন অন্য ওপেনার লিটন। তার আগে ৩৯ বলে ৫টি চার ও তিন ছক্কায় ৫৯ রান করেন তিনি। জাতীয় দলের এ ওপেনার ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সেঞ্চুরি হাঁকিয়ে সিরিজে সর্বোচ্চ ৩১১ রান করেছিলেন।

১৩ ওভারে দলীয় ১০৬ রানে ফেরেন জাতীয় দলের তারকা দুই ওপেনার তামিম-লিটন। তাদের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে দ্রুত রান করতে গিয়ে বিপদে পড়েন মুশফিকুর রহিম। মাত্র আট বল খেলে ২ ছক্কায় ১৭ রান করে আউট হন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক।

তবে মুশফিক ফিরে গেলেও ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন সৌম্য সরকার। সম্প্রতি বিয়ে করেছেন তিনি। বিয়ের ছুটি কাটিয়ে দলে ফিরেই ব্যাটিংয়ে রীতিমতো ঝড় তুলেন সৌম্য। ইনিংসের শেষ দিকে একের পর এক বাউন্ডরি হাঁকিয়ে মাত্র ৩২ বলে দৃষ্টিনন্দন ৫টি ছক্কা ও চরটি চারের সাহায্যে অপরাজিত ৬২ রান করেন তিনি। সৌম্যর এমন ঝড়ো ইনিংসের সুবাদে ৩ উইকেটে ২০০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ২০০/৩ (সৌম্য ৬২*, লিটন ৫৯, তামিম ৪১, মুশফিক ১৭, মাহমুদউল্লাহ ১৪)।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *