তামিমকে ছাড়িয়ে গেলেন সাকিব

খেলাধুলা

স্বদেশবাণী ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ম্যাচ অব দ্য সিরিজ হয়েছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের ৩-০ জয়ে সিরিজ সেরা সাকিব। ওয়ানডেতে এই নিয়ে বাংলাদেশের হয়ে রেকর্ড ৬ বার এই স্বীকৃতি পেলেন তিনি। ৫ বার সিরিজ সেরা হয়ে এতদিন যৌথভাবে শীর্ষে থাকা তামিম ইকবাল নেমে গেলেন দুইয়ে।

দ্বিতীয় ম্যাচে পারফর্ম করেন ব্যাট-বল দুটিতেই। ২ উইকেট নেওয়ার পর অপরাজিত থাকেন ৪৩ রানে। তৃতীয় ম্যাচে উপহার দেন ফেরার পর প্রথম ফিফটি। বোলিংয়ে ৪.৫ ওভার করে মাঠ ছাড়েন অস্বস্তি নিয়ে। আর মাঠে নামেননি। তবে সিরিজ সেরা হওয়ার মতো পারফরম্যান্স হয়ে গেছে আগেই।

বাংলাদেশের জয়ে ৪ বার সিরিজ সেরা হয়ে সাকিব-তামিমের পরে আছেন মুশফিকুর রহিম। শাহরিয়ার নাফিস ম্যান অব দ্য সিরিজ হয়েছেন ৩ বার। দুইবার করে মাশরাফি বিন মুর্তজা ও আব্দুর রাজ্জাক।

বিশ্ব ক্রিকেটে এ রেকর্ডের মালিক শচিন টেন্ডুলকার। ক্রিকেট ইতিহাসে তিনি ১৪ বার ম্যান অব দ্য সিরিজ হয়ে তিনিই শীর্ষে রয়েছেন। এর পরের অবস্থানে রয়েছেন শ্রীলংকার কিংবদন্তি ব্যাটসম্যান সনাৎ জয়সুরিয়া। তিনি হয়েছেন ১১বার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *