সুলতানার সেঞ্চুরিতে ইমার্জিং দলের জয়

খেলাধুলা

স্বদেশবাণী ডেস্ক:  অধিনায়ক নিগার সুলতানার অনবদ্য সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে স্বাগিতক বাংলাদেশ নারী দল।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়কের দুর্দান্ত সেঞ্চুরিতে পাঁচ ম্যাচের চতুর্থ ওয়ানডেতে চার উইকেটে ২৩৬ রান করে বাংলাদেশ নারী ইমার্জিং দল।

টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১২৬ রানে অলআউট সফরকারীরা। ১১০ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

সিরিজজুড়ে ধারাবাহিক ওপেনার মুর্শিদা খাতুন ৪১ করে রানআউট হন। সোবহানা মোস্তারি করেন ৫২ বলে ৪৫। লতা মণ্ডল ১৬ বলে একটি করে চার-ছক্কায় ২৫ রানে অপরাজিত থাকেন।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০১ রানে অপরাজিত ছিলেন নিগার সুলতানা। রোববারও খেলেন ১০১ রানের লড়াকু ইনিংস। তার সেঞ্চুরির ইনিংসটি ১৩২ বলে আটটি চার ও একটি ছক্কায় সাজানো।

২৩৭ তাড়া করতে নেমে আন্নেকা বোসের ৬৩ রানের পরও দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল মাত্র ১২৬ রান করে। ২৯ রানে চার উইকেট নেন ফাহিমা খাতুন। দুটি উইকেট পান সালমা খাতুন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *