বাগমারার হাটমাধনগর উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খেলাধুলা

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের হাটমাধনগর উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে হাটমাধনগর বিপ্লবী সংঘের উদ্যোগে আন্তঃজেলা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন তারা হলেন নওগাঁ জেলা দল ও বগুড়া জেলা দল।

হাটমাধনগর বিপ্লবী সংঘের সভাপতি মাস্টার সাহেব আলীর সভাপতিত্বে ও বিশিষ্ট্য ব্যবসায়ী চেরিস ফিড ও আব্দুল্যা ফিডের ডিলার ও সিরাজুল ট্রেডিং এর সত্বাধিকারী সিরাজুল ইসলাম মনা’র পৃষ্ঠপোষকতায়

খেলার উদ্বোধন করেন হাটমাধনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক।

এসময় উপস্থিত ছিলেন মাস্টার আফজাল হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম,আব্দুর রশিদ,আলতাব হোসেন,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শেফালী বিবি,হাটমাধনগর বিপ্লবী সংঘের সহ-সভাপতি মোক্তার হোসেন সুপ্ত,কোবাদ রানা,সহ-সম্পাদক আয়েন উদ্দিন,কোষাধক্ষ্য আব্দুর রশিদ,মাস্টার মহসিন আলী রতন,মাস্টার আলমগীর হোসেন,বিশিষ্ট্য ব্যবসায়ী রাশেদুল ইসলাম ঝন্টু,সদস্য কামরুজ্জামান কাজল,নওশাদ আলী,বিশিষ্ট্য ব্যবসায়ী সেকেন্দার আলী প্রমূখ।

খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আলী আকবর এবং ধারা বিবরনীতে ছিলেন প্রভাষক আব্দুস সালাম ও প্রভাষক মনিরুজ্জামান,

খেলায় নওগাঁ জেলা দল ৫টি গোল দিয়ে প্রথম পুরুষ্কার ২০ হাজার টাকা এবং ৪টি গোল দিয়ে ১৫ হাজার পান বগুড়া জেলা দল।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *